ভিশন ২০৩০

ড্রিম স্কলার্স হোম প্রোফাইল
*** কেন ড্রিম স্কলার্স হোম? : দেশের বিভিন্ন এলাকার শিক্ষার্থীরা ঢাকা শহরের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানে পড়া-শোনার সুযোগ পেলেও ভাল আবাসিক পরিবেশের অভাবে তাদের লেখা-পড়ায় বিঘ্ন ঘটে এবং এক পর্যায় তারা সাফল্য অর্জনে ব্যর্থ হয়। সুতরাং ছাত্রদের যুগোপযোগী, মানসম্পন্ন ও নিরাপদ পরিবেশ উপহার দেয়ার জন্যই ড্রিম স্কলার্স প্রতিষ্ঠা লাভ করে। যেখানে অভিভাবকগণ তাদের সন্তানদের অবস্থান করার পর চিন্তুামুক্ত থাকতে পারেন এবং তাদের সন্তানদের মাধ্যমে লালিত স্বপ্ন পূরণের সুযোগ পেতে পারেন।
** ভিশন ২০৩০ : ড্রিম স্কলার্স হোম পরবর্তী ২০২১ সাল নাগাদ ঢাকা শহরে গুরুত্বপূর্ণ শিক্ষাকেন্দ্র এলাকায় কমপক্ষে ১০টি অত্যাধুনিক ছাত্র আবাসন প্রকল্প বাস্তবায়ন করবে এবং ২০২৫ সাল নাগাদ নিজস্ব ক্যাম্পাস তৈরী ও বিভিন্ন বিভাগীয় শহরে এর শাখা প্রতিষ্ঠা এবং ২০২৭ সাল নাগাদ ভারত, চায়না, মালয়েশিয়া সর্বোপরি ২০৩০ সাল নাগাদ কানাডা ও অস্ট্রেলিয়াতে বাংলাদেশী ছাত্র-ছাত্রীদের জন্য শাখা স্থাপন করা হবে।
***ড্রিম স্কলার্স হোম-প্রতিষ্ঠার লক্ষ্য ও উদ্দেশ্য ঃ দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত মেধাবী শিক্ষার্থীরা যাতে একটি সুন্দর ও সুশংঙ্খল পরিবেশে অবস্থান করে উন্নত শিক্ষার মাধ্যমে কাংখিত লক্ষ্যে পৌঁছাতে পারে সে পথ বাস্তবায়ন করা।
** ক্যাম্পাস এবং ছাত্রসংখ্যা: ড্রিম স্কলার্স হোম ১ জুলাই-২০১০ সালে প্রতিষ্ঠা লাভ করে। যাত্রাকালে ১টি ক্যাম্পাস, এবং ছাত্রসংখ্যা ছিল মাত্র ২৭ জন। বর্তমানে তা বেড়ে ২টি ক্যাম্পাসে প্রায় ২৫০ জন ছাত্র অবস্থান করছে।
*** যে সকল কলেজের ছাত্ররা অবস্থান করে: সাধারণত ঢাকা সিটি কলেজ, বীরশ্রেষ্ঠ নুরমোহাম্মদ পাবলিক কলেজ, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, রেসিডেন্সিয়াল মলেল কলেজ, নটরেেডম কলেজ, ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের মেধাবী ছাত্ররা এখানে অবস্থান করে।
*** ছাত্রদের ফলাফলঃ বিগত বছরে গোল্ডেন ও জিপিএ-৫ সহ পাশের হার হার ১০০%।
*** কোথায় ভর্তির সুযোগ পায়? : উক্ত আবাসিক থেকে এইচএসসি পাশ করার পর সাধারণত মেডিকেল, বুয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নের সুযোগ পায়।
*** মনিটরিং ব্যবস্থা কি?: এখানে রয়েছে অভিজ্ঞ প্রশাসন ব্যবস্থা, গাইড শিক্ষক, হল সুপার, অডিট ও মনিটরিং অফিসার। যারা সার্বক্ষণিক অধ্যয়নরত ছাত্রদের তদারিক ও তত্ত্বাবধান করে থাকেন।
*** নিরাপত্তা ব্যবস্থা কি?: কন্ট্রোল রুম, সার্বক্ষণিত সিকিউরিটি গার্ড, Time Attendance মেশিন, নিরাপত্তা ও সুষ্ঠু তদারিকির জন্য সি সি ক্যামেরার ব্যবস্থা।
*** জ্ঞানমূলক ও বিনোদন ব্যবস্থা কি?: টেলিভিশন, জাতীয় পত্রিকা, নির্দিষ্ট সময় পর্যন্ত ফ্রি ওয়াই-ফাই জোন, ক্রিকেট টুর্নামেন্ট, নবীনবরণ, বিদায় অনুষ্ঠান, পর্যটন এলাকায় শিক্ষা সফর ও আনন্দ ভ্রমণ ইত্যাদি।
*** অন্যান্য সুযোগ সুবিধা কি?: ফাস্ট এইড, সকল ফার্নিচার ও বেডিং ব্যবস্থা, আইপিএস, পিএবিএক্স সুবিধা, ফ্রিজ, পিউরিটি ফিল্টারিং পানি, হাইজেনিক ফুড, ডাইনিং, দক্ষ কুক, নামাজের সু ব্যবস্থা এবং উন্নত পড়া-শোনার পরিবেশ ইত্যাদি।
** পড়া-শোনার ব্যবস্থাপনা: মাগরিবের পরেই নিয়মিত পড়ার টেবিলে পড়তে বসতে হয় এবং তার পূর্বে পড়া-শোনার স্বার্থে রাতের নির্দিষ্ট সময় পর্যন্ত অফিস কক্ষে মোবাইল পয়েন্টে মোবাইল জমা দিতে হয়। এতে একাগ্রচিত্তে পড়ায় মনোনিবেশ করা যায়।
** নিয়মনীতি:? সকল ছাত্রকে হোমস কর্তৃক প্রদত্ত নীতিমালা অনুসরণ করে চলতে হয়। এতে কাংঙ্খিত ফলাফলা অর্জন সম্ভব হয়।

*** সবিশেষ সম্মানিত অভিভাবকের প্রতি একজন কলেজ শিক্ষক হিসেবে বলতে চাই আপনার সন্তানকে উচ্চ শিক্ষার মানসে যে আবাসিকে অবস্থান করাতে চান তার পূর্বে আমাদের পরিবেশটি একবার পরিদর্শন পূর্বক সিদ্ধন্ত নেয়ার আহ্বান জানাই।
ধন্যবাদ