ড্রীম স্কলার্স হোম
কলেজ প্রফেসর ও দক্ষ হল সুপারের সযত্ন তত্ত্বাবধানে পরিচালিত একটি আদর্শ ছাত্র আবাসিক। এটি ২০১০ সালে প্রতিষ্ঠিত। প্রতিষ্ঠানটিতে হল সুপাারের তত্ত্বাবধান, কঠোর নিরাপত্তা, লেখাপড়ার উত্তম পরিবেশ, সিসি ক্যামেরা, সকল ফার্নিচার, আইপিএস, ফ্রিজ, পিউরিটি ফিল্টার পানি, দক্ষ কুকের রান্না ও সুস্বাদু খাবার তৈরী, দৈনিক পত্রিকা, টেলিভিশন, ফ্রি ওয়াই-ফাই জোন, নামাজের সুব্যবস্থা, স্টুডেন্ট টাইম এটেনডেন্স ডিজিটাল মেশিনসহ অত্যাধুনিক সুযোগ-সুবিধা রয়েছে।
বিগত বছরে গোল্ডেন এ+ এবং এ+ সহ পাসের হার ১০০%। অত্র ছাত্রাবাস থেকে বিগত বছরে কাঙ্ক্ষিত সংখ্যক ছাত্র বুয়েট, মেডিকেল ও ঢা.বি-র মতো শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানে স্বপ্ন পূরণের সুযোগ পাওয়ায় আবাসিকটি ইতোমধ্যে যথেষ্ঠ সুনাম কুড়িয়েছে।
বিষয়গুলো আপনি বাসায় বসে দেখার জন্য নিচের প্রামাণ্য চিত্রটি ক্লিক করে দেখতে পারেন। ধন্যবাদ।