আচরন বিধি
ছাত্রদের বাধ্যতামূলক পালনীয় বিষয়াবলিঃ
১. কলেজে উপস্থিতিঃ প্রত্যক ছাত্রের নির্দিষ্ট সময়ে কলেজে উপস্থিত থাকা এবং ছুটির পর নির্দিষ্ট সময়ের মধ্যে হোস্টেলে ফিরে আসা বাধ্যতামূলক। শুধুমাত্র গুরুতর অসুস্থতার ক্ষেত্রে কলেজে অনুপস্থিতির বিষয়টি বিবেচনা করা যতেে পারে। অন্যথায় অনুমতি ব্যতিত কলেজে অনুপস্থিত থাকলে জবাবদিহিতাসহ উহা অভিভাবককে অবগত করা হবে। এক্ষত্রেে কোন আপত্তি করা যাবে না ।
২. পড়া-শোনা মনিটরিংঃ হোমস র্কতৃপক্ষ/হল সুপার/ হল র্কমর্কতা যে কোন সময় পড়া-লেখার খােঁজ খবর/মনিটরিং এর জন্য কক্ষে প্রবশে করতে পারবেন। এতে যে কোন ছাত্র লেখা-পড়া বিষয়ক জবাবদিহিতা করতে বাধ্য থাকবে। এক্ষেত্রে কোন মিথ্যার আশ্রয় বা অবহেলা কিংবা গাফলতি করা চলবে না। পড়া-লেখার মানন্নোয়নের ব্যাপারে র্কতৃপক্ষের গঠনমূলক পরার্মশ ও উপদশে মেনে চলা প্রত্যকে শিক্ষার্থীর জন্য বাধ্যতামূলক এবং পড়াশোনার রিপোটিং ফাইলে প্রতিদিন অধ্যয়ন ঘন্টা ও কলেজ উপস্থিতি সঠিকভাবে লিখতে হবে।
৩. ছুটি সংক্রান্তঃ ক্লাস ও পরীক্ষা চলাকালীন হোস্টলে থেকে ছুটি নেয়া যাবে না। শুধুমাত্র কলেজ বন্ধকালীন কিংবা বিশেষ প্রয়োজনে বাবা/মায়ের অনুমতি সাপেক্ষেে স্বল্পকালীন ছুটির জন্য দরখাস্ত করা যাবে। হোস্টেল র্কতৃপক্ষ বরাবর দরখাস্ত / অনুমতি ব্যতিত কোন ছাত্র হোস্টেল ত্যাগ করলে এবং পরর্বতীতে কোন বিপদাপদ বা র্দূঘটনার জন্য হোস্টেল র্কতৃপক্ষ দায়ী থাকবে না।
৪. রাজনীতি ও ধূমপান মুক্ত পরিবেশঃ হোস্টলেটি সর্ম্পূণ অরাজনতৈকি ও ধুমপান মুক্ত পরিবেশে পরিচালিত হয়। কাজেই হোমসে অবস্থানরত শিক্ষার্থীদের জন্য রাজনীতি ও ধুমপান সর্ম্পূণরুপে নিষিদ্ধ।
৫. বাহিরে গমনঃ ভাল ফলাফল র্অজর্নাথে অযথা বাহিরে গমন না করাই শ্রেয়। বিশেষ প্রয়োজনে আছরের পরে ৩০-৪০ মিনিটের জন্য বাহিরে গমন করা যতেে পারে। তবে বাহিরে গমনের ক্ষত্রেে অবশ্যই সময় ও স্থান উল্লেখ করে তা রেজিস্ট্রি খাতায় উল্লেখ করতে হবে। অন্য সময় বিশেষ প্রয়োজন হলে বা প্রাইভেট/কোচিং থাকলে সেক্ষেত্রে অবশ্যই হল সুপার বরাবর দরখাস্তের মাধ্যমে অনুমতি নিতে হবে। উল্লেখ্য যে, কোন শিক্ষার্থী কোন অবস্থাতেই মাগরিবের নামাজের পর বাহিরে অবস্থান করতে পারবে না। নামাজ শেষ করেই তাকে পড়ার টেবিলে বসতে হবে এবং হল কর্মকর্তা কর্তৃক তা রিপোর্টিং হবে।
৬. চুল ও ড্রেসআপ সংক্রান্তঃ মাথার চুল কোন অবস্থাতেই বড় রাখা যাবে না এবং আপত্তিকর ডিজাইনে কাটা যাবে না । তাছাড়া অশালীন ড্রেসআপ সর্ম্পূণরূপে নিষেধ।
৭. নিষিদ্ধ দ্রব্য ব্যবহারঃ হোমসে অস্ত্র, কাঁচি, চাকু, ক্যামেরা, সিডি, ভিসিডি, মাইক্রোফোন, সিডি প্লেয়ার, নোটবুক, লেপটপ, ডেস্কেটপ, ওয়াটার হিটার, আয়রন, রেকডার, এমপি-৩/এমপি-৪/এমপি-৫ সহ অন্য যে কোন ধরনরে আগ্নেয়াস্ত্র, ইলেক্ট্রনিক দ্রব্য, সিগারেট, তাস, দাবা, লুডু ইত্যাদি রাখা ও ব্যবহার করা সর্ম্পূণ নিষিদ্ধ।
৮. নিজ দায়িত্বে জিনিসপত্র সংরক্ষণ ও মোবাইল ব্যবহার সংক্রান্তঃ হোস্টলের ছাত্ররা নিজ নিজ জিনিসপত্র নিজ দায়িত্বে সংরক্ষণ করতে হবে। মূল্যবান কোন জিনিসপত্র যেমন- মাল্টিমিডিয়া, মোবাইল, লেপটপ, র্স্বণালংকার, অতিরিক্ত টাকা পয়সা ইত্যাদি হোস্টেলে রাখা ও ব্যবহার করা নিষেধ। তথাপি নিয়ম ভঙ্গ করে কেহ ব্যবহার করলে এবং উক্ত জিনিস হারানো গেলে বা চুরি হলে সে জন্য হোস্টেল র্কতৃপক্ষ দায়ী থাকবে না এবং কর্তৃপক্ষের নিকট কোন অভিযোগ উত্থাপন করলে তা গ্রহণযোগ্য হবে না। এমনকি এসকল বিচারর্কাযও র্কতৃপক্ষ করতে বাধ্য থাকবে না। হলে কোন অবস্থাতইে মোবাইল ফোন ব্যবহার করা বা রাখা যাবে না। তবে অভিভাবকের সম্মতি থাকলে তাদরে সাথে কথা বলার জন্য একটি মাত্র নর্মাল মোবাইল সেট ব্যবহার করা যেতে পারে। সে ক্ষেত্রে সন্ধ্যা থেকে রাত ১১টা র্পযন্ত নির্দিষ্ট কাউন্টারে মোবাইল ফোন জমা দিয়ে র্কাড সংগ্রহ করে পড়ার টেবিলে বসতে হবে। গোপনে বা অনুমতি ব্যতিত কেহ মাল্টিমিডিয়া মোবাইল সেট/লেপটপ/ টাকা পয়সা ইত্যাদি সংরক্ষণ করলে এবং উক্ত জিনিস হারানো বা খোয়া গেলে র্কতৃপক্ষ দায়ী থাকবে না। এমনকি এ সকল জিনিস তদন্ত করার জন্য র্কতৃপক্ষকে বাধ্য করা যাবে না । কেননা এখানে র্পযাপ্ত ছাত্রের আবাসন বিধায় হোস্টলে র্কতৃপক্ষ লেখাপড়ার তদারকি বাদ দিয়ে অন্যকোন বিচারকি/তদন্ত র্কাযক্রম পরিচালনা করতে সম্মত নহে।
৯. নিষিদ্ধ র্কমকান্ডঃ হোমসে কোন শিক্ষার্থী নেশা জাতীয় কোন দ্রব্য গ্রহণ করতে পারবেনা। তাছাড়া অন্য কোন ছাত্রের সাথে যদি ঝগড়া-বিবাদ, মারপিট বা গ্রুপিং-এ লিপ্ত হয়, কিংবা হোমসের আশে পাশে কোন এলাকাবাসীর সাথে কলহ বা মারামারিতে লিপ্ত হয়, কোন অবধৈ সর্ম্পক গড়ে তোলে, বহিরাগত কোন ব্যক্তিকে সঙ্গে করে হলে নিয়ে আসে, কোন রাজনতৈকি চর্চা করে কিংবা অসামাজিক কোন র্কমে লিপ্ত হয়, কিংবা আইনের চোখে দন্ডনীয় এমন কোন অপরাধে লিপ্ত হয় এবং তা যদি সন্দহোতীতভাবে প্রমাণতি হয় তাহলে তাৎক্ষণকিভাবে কোন প্রকার নোটিস ব্যতীত সিকিউরিটি মানি বাজয়োপ্ত করে হোমস থেকে বহিষ্কার করা হবে। এছাড়া গ্রুপিং করে এক বা একাধিক ছাত্রকে হোমস ত্যাগে উৎসাহিত করা হলেও অনুরূপ ক্ষতিপূরণ আদায়সহ শাস্তমিূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য যে, হোস্টেলে অবস্থান কালে অসর্তকতা বশত: কোন র্দূঘটনা বা অপ্রত্যাশিত কোন ঘটনায় নিজে নিজে জড়িয়ে পরলে হোস্টলে র্কতৃপক্ষকে দায়ী করা যাবে না।
১০. আপত্তিকর র্কাযকলাপঃ হোমসরে আশে-পাশে অন্যকোন বিল্ডিং-এ বসবাসরত বাসিন্দা বিরক্ত হতে পারে এমন কোন র্কাযকলাপ করা যাবে না। উপর থেকে জানালা দিয়ে কোন ময়লা কিংবা অন্যকোন কিছু নিচে ফেলা যাবে না এবং ছাদে ওঠা যাবে না। নামাজের সময়, ঘুমের সময় কোন হৈচৈ বা শব্দ করা যাবে না। হোস্টেলের অন্য শিক্ষার্থীর পড়া শোনায় বিঘ্ন ঘটে এমন কার্যকলাপ থেকে প্রত্যেককে বিরত থাকতে হবে। তাছাড়া গান বাজনা করা, আড্ডা দেয়া, রুমে ক্রিকেট বা ফুটবল খেলা, র্কাড বা দাবা খেলার মত কর্মকান্ডে অংশগ্রহণ করে সময় নষ্ট করা যাবে না।
১১. সম্পদ নষ্ট বা ধ্বংসঃ হলের প্রতিটি সম্পদ নিজের সম্পদ মনে করে ব্যবহার করতে হবে। দেয়ালে, ফ্লোর, দরজা-জানালায় কোন রকম লেখালেখি করা যাবে না এবং কোন আসবাবপত্র, ফিটিংস, বাথ রুমের কমোড, ভেসিং ইত্যাদি নষ্ট করা যাবে না। যে কোন ধরনের ক্ষয়-ক্ষতি এবং বিকৃতি করার জন্য কর্তৃপক্ষ কর্তৃক ধার্যকৃত জরিমানা কিংবা তাৎক্ষনিক মেরামত করে দিতে হবে। তাছাড়া হোমস কর্তৃক প্রদত্ত জিনিসপত্র যেমন- টেবিল, চেয়ার, ওয়্যার ড্রব, তোষক, বালিশ, মশারী, খাট, ফ্যান, লাইট, ফিল্টার, ফ্রিজ, আইপিএস, প্লেট, গ্লাস, মগ, বালতি প্রভৃতি যত্ন সহকারে ব্যবহার করতে হবে। যে কোন ধরনের নষ্ট বা ক্ষতিপূরণ নির্দিষ্ট ছাত্র বা কমন জিনিসের ক্ষেত্রে রুমমেটদের সবাইকে বহন করতে হবে।
১২. অন্য রুমে প্রবেশঃ বিশেষ প্রয়োজন সাপেক্ষে কর্তৃপক্ষের অনুমতি র্পূবক অন্য রুমে প্রবশে করতে হবে। অনুমতি ব্যতিত কোন শিক্ষার্থী নিজ রুম ছাড়া অন্য রুমে প্রবশে করতে পারবে না ।
বিঃ দ্রঃ গ্রুপ স্টাডি করতে চাইলে বিকাল ৫:০০ টা থেকে সন্ধ্যা ৭:০০ টা র্পযন্ত হলরুম/ডাইনিং-এ গিয়ে করতে পারবে।
১৩. পত্রিকা, টেলিভিশন ও ফ্রিজ ব্যবহারঃ চলতি ঘটনাপ্রবাহ জানা ও সাধারণ জ্ঞান বৃদ্ধরি জন্য প্রতিদিন একাধিক জাতীয় পত্রিকা ডাইনিং রুমে রাখা হবে। যেহেতেু পত্রিকা পড়া সবার অধিকার সেহেতু নির্দিষ্ট ডাইনিং রুমে বসে পড়তে হবে। কারো ব্যক্তিগত রুমে নিয়ে পত্রিকা পড়া যাবে না। পত্রিকার কোন অংশ প্রয়োজন হলে অনুমতি নিয়ে ফটোকপি করা যাবে কিন্তু কাটিং করা যাবে না। শুধু মাত্র রাতে ডাইনিং এ বসে হল কর্তৃক নির্ধারিত সময়ে টেলিভিশনে খবর দেখা যাবে এবং বিশেষ কোন প্রোগ্রাম থাকলে অনুমতি নিয়ে তা নির্দিষ্ট সময়ের জন্য দেখা যাবে। নিজের ইচ্ছে মতো টিভি ব্যবহার করা সর্ম্পূণ নিষেধ। টিভি বন্ধ ও খোলার বিষয়টি একমাত্র হল স্টাফ/এক্সিকিউটিভের উপর নির্ভর করবে। ফ্রিজের ক্ষেত্রে কুক বা হল স্টাফদের মাধ্যমে শুধুমাত্র ঠান্ডা পানি বা বরফ ব্যবহার করা যাবে। নিজের হাতে এসকল জিনিস রাখা বা নেয়া সম্পূর্ণ নিষেধ। হলের এ সকল মূল্যবান সম্পদ নিজের হাতে ব্যবহার করতে গিয়ে ক্ষতি সাধন হলে তাৎক্ষণকি ক্ষতিপূরণ দিতে হবে।
১৪. সিট বরাদ্দঃ সিট বরাদ্দের ক্ষেত্রে হোমস কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। যে কোন সময় যে কোন শিক্ষার্থীর সিট কিংবা হোস্টেল পরিবর্তনের ক্ষমতা হোমস কর্তৃপক্ষের রয়েছে। তবে উল্লখ্যে যে, কোন শিক্ষার্থীর নিজের উদ্যোগে বছরের যে কোন সময় সিট পরিবর্তনের ব্যাপারে কোন আপত্তি/অনুরোধ করতে পারবে না।
১৫. রুম চেক আপঃ নিরাপত্তা ও লেখাপড়ার স্বার্থে কোন প্রকার আগাম নোটিস ব্যতীত হোস্টলে কর্তৃপক্ষ যে কোন রুম ও মালামাল যে কোন সময় তল্লাসি চালাতে পারে।
১৬. জরুরী সিদ্ধান্তঃ রাজনতৈকি অস্থিরতা, হরতাল, অবরোধ, কারফিউ বা জটিল পরিস্থিতি বিরাজ করলে কোন শিক্ষার্থীর হোমসের বাহিরে অবস্থান নিষেধ। উপরোক্ত পরিস্থিতিতে সরকার কর্তৃক হোস্টেল খালি করার নির্দেশ আসলে তা অবশ্যপালনীয়। এমতাবস্থায় নির্দেশনা অমান্য করে বাহিরে ঘোরাফেরা করে দুর্ঘটনা পতিত হলে হোস্টেল র্কতৃপক্ষ দায়ী থাকবেনা।
১৭. অভিভাবকদের সাক্ষাত ও অবস্থানঃ হোস্টেল কর্তৃপক্ষের অনুমতিক্রমে অভিভাবকগণ মাসের যে কোন শুক্রবার এবং যে কোন বন্ধের দিন সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত শিক্ষার্থীদের সাথে দেখা করার সুযোগ পাবেন। সেক্ষেত্রে অফিস রুমে সাক্ষাত করতে হবে। কোন অবস্থাতেই অভিভাবক/রিলেটিভ/ বন্ধু কেহই রাতে হোস্টেলে অবস্থান করতে পারবেন না। বিশেষ প্রয়োজনে তাদের অবস্থান ও ফুডের ব্যাপারে প্রতিষ্ঠানের নিয়ম মেনে কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। তাছাড়া কোন শিক্ষার্থীও অনুমতি ব্যতিত অন্যত্র রাত্রি যাপন করতে পারবে না।
১৮. তথ্য গোপন সংক্রান্তঃ ভর্তিকালীন কিংবা র্ভতি পরবর্তীতে কোন তথ্য গোপন করে মিথ্যা তথ্য প্রদান করলে এ সকল দায়-দায়িত্ব উক্ত শিক্ষার্থীর ও অভিভাবককে নিতে হবে। এক্ষেত্রে হোস্টেল র্কতৃপক্ষ উক্ত শিক্ষার্থীকে বহিষ্কারের ক্ষমতা রাখেন।
১৯। খাবারের নিয়মাবলীঃ হোমসের শিক্ষার্থীদের জন্য প্রয়োজন মাফিক খাবার পরিবেশন করা হবে। তবে কোন অবস্থাতেই খাবার নষ্ট করা যাবে না এবং নিজ রুমে খাবার নেয়া যাবে না। ডাইনিং-এ বসে নির্দিষ্ট সময়ে খাবার খেতে হবে। খাবারের শৃঙ্খলার স্বার্থে কর্তৃপক্ষ বর্ষ কিংবা ইউনিটভিত্তিক খাবার পরিবেশন করতে পারেন। এক বেলার খাবার অন্য বেলায় দেয়া হবে না এবং একজনের অনুপস্থিতিজনিত খাবার অন্যকে সরবরাহ করা হবে না। কোন ছাত্রের কলেজ বিলম্বে ছুটি হলে সেক্ষেত্রে খাবার সংরক্ষণ করা হবে।
২০। আচার আচরণ ও পোশাক পরিচ্ছদঃ ছাত্ররা হোষ্টেলের স্টাফের সাথে অসৌজন্যমূলক আচরণ থেকে বিরত থাকতে হবে। পক্ষান্তরে কোন স্টাফের ত্রুটি ধরা পড়লে তা নিজেই ব্যবস্থা না নিয়ে হল সুপার/ ম্যানেজারকে অবগত করতে হবে। এছাড়া প্রত্যেক ছাত্রের মার্জিত পোশাক পরিচ্ছদ পরিধান করা, শালীনভাবে চলাফেরা করা এবং সর্বদা ভদ্র আচরণ করা বাধ্যতামূক। এতে প্রত্যেকের বংশ মর্যাদার পাশাপাশি আবাসনের চারপার্শ্বের পরিবেশ সুন্দরভাবে ফুটে উঠবে।
২১। পরিস্কার-পরিচ্ছন্নতাঃ নিজ নিজ পোশাক পরিচ্ছদ পরিস্কার করা , বিছানার চাদর, পড়ার টেবিল ইত্যাদি গুছিয়ে রাখা ছাত্রের দায়িত্ব। এছাড়া ফ্লোর ময়লা না করা ও বাথরুম ব্যবহারের পর পানিঢালার ব্যাপারে সজাগ থাকতে হবে । ময়লা-আবর্জনা নির্দিষ্ট ঝুঁড়িতে ফেলতে হবে।
২২। বিদ্যুৎ ও পানি অপচয়ঃ অহেতুক বিদ্যুৎ ও পানি অপচয় করা যাবে না। তাছাড়া আয়রণ বা হিটার জাতীয় কোন প্রকার বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার করা সম্পূর্ণ নিষেধ। অযথা আই.পি.এস, লাইট, ফ্যান, গ্যাসের চুলা, পানির কল ইত্যাদি চালু রাখা যাবে না। অন্যথায় জবাবদিহিতাসহ জরিমানা ধার্য করা হবে।
**উপরিউক্ত সকল নিয়ম কানুন একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ শৃংখলাবোধ ও নৈতিকতা গঠনে এবং লেখা-পড়ার উন্নয়নে অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে। কাজেই প্রত্যেক শিক্ষার্থীর হোস্টেলের সকল নিয়ম-কানুন শতভাগ পালন করতে সচেষ্ট হতে হবে। কিন্তু কেহ যদি উক্ত নিয়ম-কানুন ভঙ্গের সাথে জড়িত হয় কিংবা হোস্টেল বিধি-বিধান অমান্য করে তবে সে ক্ষেত্রে উক্ত অপরাধ অভিভাবক জানানো হবে এবং হোস্টেল থেকে বহিস্কার করা হবে।